Latest Breaking

প্রাক বিবাহ চেক-আপ ক্লিনিক


 দেবাঞ্জন দাস, কলকাতাঃ  ১৯৯৫ সাল থেকে চিকিৎসা জগতে প্রবেশ করে অনেক সমাজকল্যান মূলক কাজ করেছে। Pre Marriage  চেক আপ ক্লিনিক স্থাপন তারই অন্যতম। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই ক্লিনিকের কথা ঘোষণা করেন রুবি জেনারেল হাসপাতালের তরফ থেকে  ডা ডি পি সমাদ্দার। তার কথায় বিবাহ পূর্বে মেডিকেল টেস্ট সাধারনত করা হয় অপত্যশিশুকে কোন রোগের হাত  থেকে বাঁচাবার জন্য।
এদিন মনোবিদ ডা সুকান্ত মিত্র বলেন “প্রাক বিবাহ মনের ভারসাম্য বিবেচনা করা অত্যন্ত জরুরি, শারিরীক সমস্যার বিষয়টি হয়তো ডাক্তারা নির্নয় করতে পারবেন। কিন্তু বিবাহ পরবর্তী মানসিক দ্বন্দ্ব এড়াতে মনোবিদের পরামর্শ নেওয়া অত্যান্ত জরুরি।” নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা খুব জরুরি কিন্তু বাঙ্গালীদের দ্বিচারিতা সবার আগে সারানো প্রয়োজন। আমরা যত দ্রুত এগচ্ছি তত দ্রুত আমরা সম্পর্ক নষ্ট করে ফেলছি। দেশের প্রথম এধরনের প্রকল্পকে সাধুবাদ জানাই ।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা ডি পি সম্মাদার, ডা সামিক দাস, ডা কে বি দাস সহ হসপিটালের জেনারেল ম্যানেজার শুভাশীষ দত্ত। তারা বলেন এইচআইভি- থ্যালাসেমিয়া সহ আরও অনেক পরীক্ষা আছে থাকছে এর মধ্যে । সঙ্গে বিনামূল্যে ডাক্তারের কনসালটেন্টও পাওয়া যেতে পারে।

No comments