Latest Breaking

বিজেপির পার্থী তালিকায় মুকুলের অগ্নিপরীক্ষা !

দেবাঞ্জন দাস, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা  : তৃনমূলের থেকে  সাংসদ সৌমিত্র খাঁন ছাড়া এখনো পর্যন্ত কোন বড় নেতাকে নিজের দলে টানতে পারেননি বিজেপি নেতা মুকুল রায়। একদা মুখ্যমন্ত্রী মমতা  বণ্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র নেতা শঙ্কুদেব পণ্ডা বিজেপিতে যোগ দিলেও,  বিধাননগরের মেয়র ও তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের সঙ্গে মুকুল রায় এর বৈঠক লুচি - আলুর দমে আটকে গিয়েছে ! বিজেপির সঙ্গে কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সব্যসাচী।
লোকসভা নির্বাচনের ফল ঘোষনা হওয়ার সঙ্গে সঙ্গেই তৃনমৃল সরকারের পতন হবে বলে কাঁথির জনসভায় দাবী করেছিলেন বিজেপি সভাপতি  অমিত সাহ। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির পালে হাওয়া টানতে তৃণমূল এর প্রাক্তন নেতা মুকুল রায় এর ওপর ভরষা করছেন বিজেপি সভাপতি।
সারদা, নারদা, রোজভ্যালী, আইকোর মামলা ভোটের আগে হিমঘরে চলে গিয়েছে। গত ৫ বছরে একটিও চিটফান্ড মামলার নিষ্পত্তি হয়নি পশ্চিমবঙ্গে।
সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ও সিনেমা নির্মাতা শ্রীকান্ত মেহতা জেলে থাকলেও সিবিআই এর ভুমিকায় ক্ষুব্ধ এরাজ্যের বাসিন্দারা।



গত বিধানসভা নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই তৃনমূল কংগ্রেসের সঙ্গে  দূরত্ব বেড়েছিল মূকুল রায়ের।ততকালীন হলদিয়ার বিধায়ক শিউলি সাহাকে নিয়ে দিনভর চেষ্টা করেও নন্দীগ্রামে ঢুকতে পারেননি মুকুল রায়। পরবর্তীকালে মুকুল দলবদল করলেও তৃণমূলের সঙ্গে থেকে গিয়ে কেশপুরের বিধায়ক হন শিউলি।
নন্দীগ্রামের তৃনমূল নেতা আবু তাহের বলেন, মুকুল রায়ের সঙ্গে জনতা নেই। মমতা বন্দোপাধ্যায়ের আলোয় উনি যে আগে আলোকিত ছিলেন সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপি।
বিজেপি নেতা নবীন প্রধান  ক্ষোভর সঙ্গে বলেন, কাঁথিতে অমিত সাহ সভার পর আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করল তৃণমূল। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করল পুলিশ।
এই বিজেপি নেতা আরও বলেন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্টাইকে দেশের লাভ হয়েছে। পশ্চিমবঙ্গে চিটফান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে  সার্জিক্যাল স্টাইক করলে তবেই বিরোধী ভোট এক বাক্সে পড়া সহজ ছিল।

No comments