অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি রবি ফসলের
চন্দন পাএ ,পশ্চিম মেদিনীপুর,নিউজ বেঙ্গল টুডে ; আলু লাগানো থেকে আলু খোলা অবধি সম্পূণ্য তিন মাসের চাষ।অকাল বৃষ্টিতে চরম ক্ষতি হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 সহ আরও বিভিন্ন এলাকার আলু চাষীদের।প্রবল বৃষ্টিতে জমিতে জল জমে আলু গাছ ডুবে গিয়েছে।আলু খোলার মুখে জলের তলায় আলু গাছ দেখে চাষীদের মাথায় হাত। দাসপুর 2 এর চকসুলতান,গোবিন্দনগর, কলোড়া ও চককিশোর সহ বেশকিছু গ্রামে জমিতে পাম্প বসিয়ে জল নিকাশের ব্যাবস্থা করা হয়।কিন্তুু কোনও লাভ হয়নি।আলু গাছের অবস্থার কোনও উন্নতি ঘটেনি।জানান ওই এলাকার আলু চাষী সেন্টু পাএ,ক্যাবল মাঝী ও শ্যামল বেরা।আরও বলেন এই জল জমার ফলে আলু পচে যাওয়ার সম্বভনা অনেক বেশি এবং আলু দাগী হয়ে যাবে। প্রায় আলু নষ্ট হয়ে গেল। এই আচমকা প্রাকৃতিক দুযোগের আলু চাষের তো ক্ষতিই হয়েছে,এছাড়া ক্ষতি হয়েছে রবি ফসলের যেমন বীম,বরবটি ও লঙ্কার।

No comments