Latest Breaking

প্রতিভা থাকলেই প্রতিষ্ঠিত হওয়া যায় - মৃৎ শিল্পী সুবীর পাল



অর্পিতা বিশ্বাস, কৃষ্ণনগরঃ  বিখ্যাত পরিবার থেকে কর্মজীবন শুরু  করেছিলেন  কৃষ্ণনগরের  মৃৎ শিল্পী সুবীর পাল। তিনি আজ প্রতিষ্ঠিত  উদ্যোগপতি । 
সুবীর বাবু জানালেন —আসলে আমার  বিখ্যাত  পরিবারে  জন্ম হয় । যখন আমার ৬ বছর বয়স  তখন থেকেই দেখতাম  বাবা ,কাকা,জ্যেঠা ,ঠাকুরদাদা  এনারা  এত সুন্দর   সুন্দর  সৃষ্টি  করেন  যা দেখে  আমাকে  মুগ্ধ করতো ।  তখন থেকেই  আমি  মাটি নিয়ে খেলা শুরু করি  । কখন যে হাতে শিল্প এসে যায় সেটা আমার অজানা ।  অব্শ্যই ,আমাদের এটা বংশপরম্পরায় কাজ সেটা বজায়  রাখা ।   এটাকে ভালবাসি বলে এবং  নিজে শিল্পী  হব  তাই  বেছে নিয়েছি । কিন্তু এই পরিবারে  জন্মেছি বলেই যে  প্রতিষ্ঠিত হওয়া  যায় তা নয়  । প্রতিভা থাকলে তবেই  প্রতিষ্ঠিত  হওয়া যায়। 
 আমি ৪৩ বছর এই পেশায় যুক্ত আছি  ।  এটা   পারিবারিক   ব্যবসা  ।  এই পেশায়   ১২জনের কর্মসংস্থান হচ্ছে । তিনি জানালেন —ছোটবেলা থেকেই   এই  শিল্পকেই ভালবাসতাম  আর   এটা নিয়েই কাজ করবারই অনুভব  ছিল । আমার বয়স ৪৯বছর । যদি আমার শিল্পটা সফল হয় তাহলে  মিউজিয়াম তৈরি করার পরিকল্পনা রয়েছে । এই পেশায় দক্ষ কারিগরের অভাব আছে । আমি চাই সরকার থেকে আর্ট কলেজ  তৈরি করুক এবং তার  পাশাপাশি অবশ্যই  মিউজিয়াম দরকার  যেখানে  বর্তমান জেনারেশনের শিল্পীদের কাজ থাকবে যা দেখে  নতুন প্রজন্মের  ছেলেরা  কাজ শিখতে পারবে ।   সুবীর বাবুর সখ বলতে—খেলা-ধূলা  ভালবাসেন ।  একসময়  তিনি  সাঁতার  ,ক্রিকেট ,ফুটবল ,ব্যায়াম সবকিছুতেই   পারদর্শী  ছিলেন । সারাদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত  কাজে যুক্ত থাকতে হয় । যারা শিল্পকে ভালবাসে আপনা আপনি তাদের কাজের প্রতি এনার্জি  আসে । সহকর্মীদের এবং বন্ধুদের সঙ্গে  কাজের  শেয়ার করে মনকে সতেজ রাখেন । বাড়িতে - মা ,স্ত্রী ,মেয়ে আছে । কাজের ফাঁকেই সময় দেওয়া হয় ।
অবসর সময়ে   কম্পিউটারে  শিল্পীদের কাজ দেখেন .
উদ্যোগপতি জানালেন —ভাল শিল্পী  হলে  যেমন তার দাম আছে ,অর্থাৎ নতুনরা যদি  ভাল করে এই কাজ শেখে তারপর তাদের সেই পেশায় আসতে হবে ।  ডি আই সি আছে সেখানে  পরামর্শ  করতে  বা যোগাযোগ  করতে হবে । আমার  স্ত্রী একজন বিখ্যাত   শিল্পীর   মেয়ে  ,সেইকারনে এটাকে মানিয়ে নিতে অসুবিধা  হয়নি । একটা পরিবার  চালাতে গেলে অর্থ অবশ্যই লাগে  কিন্তু ভালবাসা না থাকলে কোন কাজই এগিয়ে নিয়ে যায়না । তাই  ভালবেসেই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি ।

No comments