Latest Breaking

শান্তিনিকেতন ভীড়কে এবার টেক্কা দেবে দীঘার রং উৎসব


 যোগেশ চন্দ্র রায়, নিউজ বেঙ্গল টুডে, দীঘা : পূর্ব মেদিনীপুর রিপোর্টারস ফোরামের উদ্যোগে রবিবার  দীঘার সৈকত সংলগ্ন বিশ্ববাংলা মঞ্চে দোল উৎসবে  লক্ষাধিক মানুষের সমাগম হতে চলেছে। সাংবাদিকদের উদ্যোগে দোল উৎসব এবার ২য় বর্ষে পদার্পণ করল। এই উৎসবকে ঘিরে দীঘায় সাজ সাজ রব। সংগঠনের সহ সম্পাদক রণজিৎ ঘড়া জানান, দোল উপলক্ষ্যে দীঘায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু দীঘায় এতদিন কোন দোল উৎসব ছিলনা। আগামী দিনে প্রশাসনের উদ্যোগে দীঘায় একটি বড় মাপের জগন্নাথ মন্দির গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে দীঘায় দোল উপলক্ষ্যে রং উৎসব আরও জমজমাট হয়ে উঠবে। শান্তিনিকেতন এর ভীড়কে টেক্কা দেবে দীঘা।

No comments