Latest Breaking

জোট হলে লাভ হতো কংগ্রেসের, ভেস্তে গিয়ে বেঁচে গেল বামফ্রন্ট।


রোহিত সাউ ও রত্না মিত্র গুপ্ত, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : গত লোকসভা নির্বাচনে জোট না করেই ৪টি আসনে কংগ্রেস ও ২টি আসনে বাম প্রার্থী জয়ী হয়ে ছিলেন। ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দুই দলের ভোট থাবা বসিয়েছে তৃণমূল ও বিজেপি।
২০১৬ বিধানসভা নির্বাচনে বাম ও কং জোট করে সাফল্য  পেয়েছে। দুই দল একারনেই লোকসভাতে জোট করতে চেয়েছিল। কিন্তু রায়গঞ্জে সিপিএমের জেতা আসন কংগ্রেস দাবী করলে জোট ভেস্তে যায়। সমীক্ষায় বলছে জোট না হলে বাম ও কং একটি আসনও পাবেনা। এতে বামেদের ২টি হাতছাড়া হলে  কংগ্রেসর ৪টি হাতছাড়া হবে। সিপিএম এককভাবে অনেক বেশী ভোট পাওয়ার সম্ভবনা আছে। আগামী বিধানসভা নির্বাচনে বামেদের লাভ বেশী হবে।

দিন কয়েক আগে তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট নেতার কথায় ... "যে সিপিএমের হাতে হাজার হাজার কংগ্রেস কর্মী খুন হয়েছেন সেই সিপিএমের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস।"
বস্তুত , সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের এই জোট সম্ভাবনা হয়েছিল রাজনৈতিক ভাবে হৃতবল পুনরুদ্ধারের তথা রাজ‍্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠার স্বার্থে। ফলে এই জোট বাস্তবায়িত হলে লাভ হতো কংগ্রেসের। কিন্তু বামেদের সাথে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের আভ‍্যন্তরীন মতবিরোধের কারণে জোট সম্ভাবনা ভেস্তে গেল। কংগ্রেসের সাথে বামেদের জোট হচ্ছে না.. এটা ধরে নেওয়াই যায়। জোট সম্ভাবনা খারিজ হওয়ায় বামফ্রন্ট লাভবান হবে কি না তা যথেষ্ট সংশয়ের অবকাশ রাখলেও যে সকল কেন্দ্রে বিজেপি ও কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা আছে সেখানে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী হতে পারবে বামফ্রন্ট। অর্থাৎ রাজ‍্য রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। নিজেদের জেতা দুটি আসন ধরে রাখতেও বামেদের মরিয়া হয়ে লড়তে হবে । ফলে সামগ্রিক ভাবে তৃনমুল ও বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হবে কংগ্রেস ও বামেদের মধ্যে। উভয় দলই নিজ নিজ ভোটব্যাঙ্কের উপর নির্ভর করতে বাধ্য হবে এই চতুর্মুখী লড়াইয়ে।  বামেদের ফলাফল তুলনা মূলক ভাবে ভালো হবে সম্ভবত এই আশাতেই রয়েছে বঙ্গ ব্রিগেড।

No comments