বধিরতার সচেতনতায় "অন্বেষা কলকাতা"
দেবাঞ্জন দাস, কলকাতাঃ বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষ্যে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল "অন্বেষা কলকাতা" নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বিশেষত বধিরতার প্রভাব কমানো এবং তা প্রতিরোধের উপায় নিয়ে কাজ করে আসছেন। এটি একটি শ্রবণ সমস্যা যুক্ত শিশু ও অভিভাবকদের সংস্থা। বধিরতার কারন এবং তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া জায় সে বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন ডা. সুদিপ চন্দ্র, ডা. অনিরুদ্ধ মজুমদার, ডা. এম এন ভট্টাচার্য সহ সংস্থার সভাপতি স্নিগ্ধা সরকার, সহ সভাপতি সমীর ঘটক, সম্পাদক সোমা ঘোষ প্রমুখ। তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সোমা দেবী বক্তব্য রাখেন।
১মার্চ সেন্টেনারি হলে সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২ মার্চ কলকাতার বিভিন্ন রাস্তাতে কলকাতা ট্রাফিক পুলিশের সহায়তায় ট্যাবলো নিয়ে প্রদক্ষিণ করা হয়। ৩মার্চ বিভিন্ন জেলায় সচেতনতা শিবির আয়োজন করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।
১মার্চ সেন্টেনারি হলে সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২ মার্চ কলকাতার বিভিন্ন রাস্তাতে কলকাতা ট্রাফিক পুলিশের সহায়তায় ট্যাবলো নিয়ে প্রদক্ষিণ করা হয়। ৩মার্চ বিভিন্ন জেলায় সচেতনতা শিবির আয়োজন করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ।

No comments