Latest Breaking

উদ্বাস্তু পরিবার অধ্যুষিত ১০০ নং ওয়ার্ডে উন্নয়নের বন্যা


সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা :
দক্ষিণ কলকাতার নাকতলা-রামগড়-বৈষ্ণবঘাটা প্রভৃতি অঞ্চল জুড়ে বিস্তৃত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ১০০ নং ওয়ার্ড। এক সময়কার উদ্বাস্তু পরিবার অধ্যুষিত এইসব অঞ্চলে ভালো পাকা রাস্তা ও যথেষ্ট আলোর অভাব ছিল। বর্তমানে পরিস্কার পরিচ্ছন্ন পাকা রাস্তা, সোডিয়াম ভেপার ও এল.ই.ডি আলোর কল্যাণে ঝলমলে প্রায় সমগ্র অঞ্চল। এসবই সম্ভব হয়েছে ১০০নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুস্মিতা দামের সৌজন্যে । অঞ্চলের পার্ক গুলির সংস্কার ও রাস্তার ধারে ফোয়ারা তাঁর সৌন্দর্যবোধ ও সুরুচির পরিচয় বহন করে। আগামী দিনে হাইমাসট্ আলো লাগানো ও পুকুর গুলির সংস্কার তাঁর পরিকল্পনার তালিকায় রয়েছে। সম্প্রতি কিছু পে-এন্ড-ইউজ্ টয়লেট তৈরি করা অঞ্চলের পক্ষে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদর্শে উদ্বুদ্ধ আটপৌরে মানুষটি এলাকায় পরিশ্রুত জলের সমস্যা নিরসনে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। অঞ্চলের বিধায়ক-মন্ত্রী অরূপ বিশ্বাস ও পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত এই জলের সমস্যা মিটিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে চান সুস্মিতাদেবী।

সকাল ৮টা থেকে রাত ১০টা, মানুষের প্রয়োজনে কাজ করা  মানুষটি রাজনীতি ও সংসার ধর্ম পালনের মধ্যে সুন্দর ভারসাম্য রক্ষা করে চলেছেন।  কাজ করার উৎসাহই তাঁকে আরও কাজ করার প্রেরণা যোগায়।
স্বামী ও দুই কন্যার সহযোগিতা পান সুস্মিতাদেবী, তিনি ঐকান্তিক ভাবে চান যে এমন কিছু কাজ করে যেতে যেখানে মানুষ তাঁকে মনে রাখবে।
ছোট বেলা থেকেই খেলা ধূলা ও গান বাজনা ভালোবাসেন সুস্মিতা দেবী। ক্রিকেটের ভক্ত  সুস্মিতা দেবী মহিলা ক্রিকেট খেলেছেন একসময়। অঞ্চলের বিভিন্ন ক্লাবের সঙ্গেও ভীষণ ভাবে জড়িত তিনি।

প্রখ্যাত শিল্পী প্রয়াত সুচিত্রা মিত্রের ছাত্রী সুস্মিতা দাম একসময় পাঠ ভবন স্কুলের সংগীত শিক্ষিকা ছিলেন। রবীন্দ্রসঙ্গীতের সাহচর্যে জীবনে চলার পাথেয় ও প্রেরণা খুঁজে পান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাধারণ জীবন চর্যার প্রতি ও তাঁর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল সুস্মিতা দেবী বলেন যে আগামী দিনে যাঁরা রাজনীতিতে আসতে চান তাঁদের উচিত মমতা ব্যানার্জির মতাদর্শের উপরে ভিত্তি করেই এগিয়ে চলা।

No comments