Latest Breaking

বেলুড় শ্রমজীবী পাঠশালায়, বিনামূল্যে দুটি পাঠক্রম


আমিয়তোষ চৌধুরী, নিউজ বেঙ্গল টুডে, হাওড়া  : বালীতে চিকিৎসায় উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিয়েছে বেলুড় শ্রমজীবী  স্বাস্থ্য প্রকল্প সমিতি। সেই সমিতির উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে শ্রমজীবী পাঠশালা। ১০৪ এর দেওয়ানগাজী রোড বালি হাওড়া-৭১১২০১, শ্রমজীবী পাঠশালার সেন্টার ইনচার্জ গৌরী চ্যাটার্জি জানালেন বর্তমানে PBSSD (Paschimbanga Society for Skill Development)এর অনুমতিক্রমে উত্কর্ষ বাংলা প্রকল্প এর অন্তর্গত সম্পূর্ণ বিনামূল্যে দুটি পাঠক্রম শুরু হতে চলেছে ১লা এপ্রিল ২০১৯।
১. জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (GDA)
 *ভর্তির যোগ্যতা : দশম শ্রেণী
 *সময়সীমা : চার মাস
২. মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (MLT)
 *ভর্তির যোগ্যতা: দ্বাদশ শ্রেণি (বিজ্ঞান বিভাগ)
 *সময়সীমা: এক বছর,
দুটি পাঠক্রমই আঠেরো বছর থেকে ভর্তি শুরু , বয়সের কোনও উর্ধ্বসীমা নেই।প্রতিটি পাঠক্রম তিরিশ জন করে দুইটি ব্যাচ বর্তমানে শুরু হতে চলেছে। শীঘ্রই (সম্ভবত সেপ্টেম্বর ২০১৯ সেশন) তিন বছরের GNM (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি) কোর্স সহ আরো কিছু স্বাস্থ্য বিষয়ক   পাঠক্রম শুরু হবে বলে জানালেন সেন্টার ইনচার্জ।

No comments