ক্রেতাদের সচেতন করতে মেলা
মৌসুমী মুখার্জী, নিউজ বেঙ্গল টুডে, হাওড়া : ভারতবর্ষে্র অর্থ নৈতিক বাজার বিশাল। দেশী বিদেশী বহু কোম্পানি মানুষের ক্রয়ক্ষমতাকে আকর্ষিত করার জন্য বিভিন্ন পসরা নিয়ে বাজারে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কখনো কোনো ক্রেতা যদি প্রতারণার শিকার হন তখন কোন কোম্পানির টিকিটা দেখা যায় না। এমতাবস্থায় ক্রেতাদের সুরক্ষা র জন্য এগিয়ে এসেছে ক্রেতা সুরক্ষা দপ্তর । গত কয়েক বছর ধরে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করে চলেছে এই দপ্তর। সম্প্রতি কলকাতার নিতাজী ইন্ডোর স্টেডিয়ামে ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়ে গেল। প্রতিদিন অসংখ্য মানুষ এসেছিলেন। কিভাবে তারা বিভিন্ন কোম্পানির কাছে প্রতারিত হয়েছেন, অভিযোগ করেন। দপ্তরের আধিকারিকরা সমস্যা গুলি নথিভুক্ত করেছেন ও নিরসনের উপায় জানিয়েছেন। সোনা কিনতে গেলে কি কি চিহ্ন দেখে কিনতে হবে। অফিসার ধৈর্য সহকারে বোঝাচ্ছিলেন। কোন জিনিস খরিদের সময় যেন বাটখারা সঠিক যাচাই করে নেওয়া হয়। ।
এছাড়া ও বিভিন্ন হস্ত শিল্পের দোকান , প্রসাধনী সামগ্রী,মাদুর, আচার, শাড়ি জামাকাপড় ইত্যাদি র বিক্রির বিভিন্ন স্টল ছিল। প্রতিদিন ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। আকর্ষণ এর কেন্দ্র বিন্দু ছিলেন দুই যশস্বী শিল্পী রাঘব আর শ্রী কান্ত আচার্য। তাদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান শ্রোতাদের মন্ত্র মুগ্ধ করে রেখেছিল।
এই ধরনের মেলা যত বেশি সম্ভব এবং যত বেশি জেলায় অনুষ্ঠিত হতে পারবে , মানুষের অধিকার সচেতন তা তত বেশি জেগে উঠবে।

No comments