৪২ টি আসনেই প্রচারে মুখ মমতা: হেভিওয়েট প্রার্থীর পথ চেয়ে বিজেপি
সোমনাথ মুখার্জী, অর্পিতা বিবিশ্বাস, নিউজ্ বেঙ্গল টুডে, কলকাতা : ষোড়শ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে কেটে গেল ১০ টা দিন । ১৯মার্চ পযর্ন্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলনা বিজেপি। কেন্দ্রে ক্ষমতা থেকে কোন শাসক দল প্রার্থী তালিকা প্রকাশ করতে এত সময় নিয়েছে এমন নজির খুবই কম রয়েছে।
অথচ বাংলায় ৪২ টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা একসপ্তাহ আগে ১২ মার্চ প্রকাশ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
তৃণমূলের প্রার্থী তালিকায় নুসরত জাহান-মিমি চক্রবর্তীর মতো 'রুপোলি ঝিলিক' যেমন আছে, তেমনি আছেন বহু যুদ্ধের পোড় খাওয়া 'অভিজ্ঞ সৈনিক' সৌগত রায়, সুদীপ ব্যানার্জি, সুব্রত মুখার্জী, শিশির অধিকারীরা। তারকা থেকে নিপাট গৃহবধূ, চিকিৎসক থেকে আইনজীবী, সংখ্যালঘু থেকে আদিবাসী, নতুন-পুরনো, অভিজ্ঞ-অনভিজ্ঞ সহ একাধিক চমকে ভরা প্রার্থী দের পাশাপাশি বিজেপি উল্খেযোগ্য কারোকে তুলে ধরতে পারেনি যিনি বা যাঁরা তৃণমূল কে চ্যালেঞ্জ জানাতে পারদর্শী। ভারতী ঘোষ, অনুপম হাজরা, সৌমিত্র খান মমতার ক্যারিশমার সামনে ম্রিয়মান। ধার ও ভার দুই ক্ষেত্রেই কার্যত আত্মসমর্পণের অবস্থা বিজেপির। সূত্রের খবর, বিজেপি চাতকের মতো তাকিয়ে রয়েছে অন্য দলের থেকে তাদের দলে যোগ দিতে চাওয়া আগ্রহীদের দিকে। একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নকে হাতিয়ার করে প্রতিটি আসনেই প্রচারের আলোর সবটুকুই নিজেদের দিকে টেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে দাপট ও আত্মবিশ্বাস তিনি দেখাচ্ছেন তার ধারে কাছে আসার ক্ষমতা এই মুহূর্তে বিজেপির নেই। নিজে দলের রাস ধরে রেখেছেন দক্ষতার সঙ্গে। প্রার্থীরাও জানেন মমতা মানে তৃণমূল এবং তৃণমূল মানে মমতা। আক্ষরিক অর্থে ঝোড়ো ও লম্বা ইনিংস খেলতে যাচ্ছেন মমতা। বিজেপির দেশপ্রেম ও যুদ্ধ যুদ্ধ জিগির অনেকটা ঝিমিয়ে পড়েছে, জনগণ ঠিক খাচ্ছে না। তাই সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে খেলার শুরুতেই দৃশ্যত অনেকটা ব্যাকফুটে বিজেপি।।৪২টিআসনেই প্রচারের মুখ মমতা।
অন্যদিকে এখনো হেবিওয়েট প্রার্থীর পথ চেয়ে বিজেপি।

No comments