বিকশিত হন বিকাশ: চাইছে যাদবপুর
সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে,কলকাতা : খেটে খাওয়া মানুষের কথা সংসদে পৌঁছে দেওয়া, সাধারণ মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবন-যন্ত্রণার কথা, রেকর্ড সংখ্যক বেকারত্বের ভয়াবহ চিত্রের মধ্যে বেকার যুবদের চাকরির অনিশ্চয়তা দুর করা প্রভৃতি দাবী তুললেন যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জের সাধারণ মানুষ। হুডখোলা জীপে আজ ৯৮নং ওয়ার্ডে নির্বাচনী পরিক্রমার মাধ্যমে জনসংযোগে বেরিয়ে তা শুনলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী কমঃ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
৯৮নং ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সিপিএম কলকাতা জেলা কমিটির সদস্য কমঃ সুদীপ সেনগুপ্ত, কমঃ সুব্রত দত্ত ও অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে গোটা অঞ্চল জুড়ে চষে বেড়ালেন বিকাশবাবু। তীব্র গরম উপেক্ষা করে মানুষ বেরিয়ে এলেন। আশীর্বাদ, অভিনন্দনে ভেসে লাল ঝান্ডা ও লাল বেলুনে শোভিত মিছিলে বিকাশবাবুর অন্যতম সঙ্গী ছিলেন রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী সিপিএমের লড়াকু নেতা কমঃ মহঃ সেলিম।
অসংখ্য মানুষের অভিবাদন নিয়ে, হাতে হাত মিলিয়ে বিকাশবাবু প্রতিশ্রুতি দিলেন যে, অবাধ নির্বাচন যদি হয় এবং জনগণের রায় যদি তাঁর পক্ষে যায়, তবে নিশ্চিত করেই তিনি মানুষের এই দাবী দাওয়া তুলে ধরে সংসদে সরব হবেন। সেলিম বলেন যে, বিভিন্ন এলাকায় বাম প্রার্থী দের উপর যে আক্রমণ নেমে আসছে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। এতে বর্তমান শাসকদলের রাজনৈতিক দীনতাই প্রকাশ পায়। তিনি দাবী করেন যে ইভিএমে মানুষ এর যথাযথ জবাব দেবেন।।

No comments