Latest Breaking

' সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ' - শীর্ষক ব্যানার নিয়ে পা মেলালেন বিশিষ্টজনেরা


সোমনাথ মুখার্জী, নিউজ্ বেঙ্গল টুডে,কলকাতা : সমাজের বিভিন্ন স্তরের স্বনামখ্যাত ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতিতে, দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলের সাংস্কৃতিক সংগঠন, মঙ্গল শোভাযাত্রা কলকাতা, নতুন বাংলা বছরকে বরণ করে নিল  এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।
কসমোপলিটন কালচারে ক্রমশ অভ্যস্ত হতে থাকা মহানগর, ইংরেজি মাধ্যম লালিত 'হ্যাপি পহলা বৈশাখ' বলতে অভ্যস্ত এই শহরে, মঙ্গল শোভাযাত্রা দেখিয়ে দিল একলা বৈশাখ কিন্তু আক্ষরিক অর্থে একলা নয়। বাংলার কৃষ্টি,সংস্কৃতি ও লোকজ শিল্প যে কত সমৃদ্ধ, তা যে প্রবহমান জীবনের সঙ্গে  সমান্তরাল ভাবে চলতে থাকে, তা বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে তুলে ধরল তারা।

এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সুজিত বসু, সাহিত্যিক ও সমাজকর্মী মীরাতুন নাহার, নাট্যব্যক্তিত্ব দেবেশ চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যগোষ্ঠী চার্বাকের সদস্যরা এবং বাংলা ব্যান্ড পরিধি। বিভিন্ন লিটল ম্যাগাজিনের কর্ণধাররাও এই প্রভাতফেরীতে সামিল হয়েছিলেন। ' সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ' - শীর্ষক ব্যানার নিয়ে পা মেলালেন বিশিষ্টজনেরা।

এই শোভাযাত্রা প্রসঙ্গে    মীরাতুন নাহার বলেন, যে মঙ্গল শোভাযাত্রার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন যে "বিশ্বায়নের দৌলতে আজ আমরা অন্ধ ভাবে পশ্চিমকে অনুকরণে অভ্যস্ত হয়ে উঠছি।  বাংলার সমৃদ্ধ সংস্কৃতি আবার ফিরে আসুক।" তিনি আশাবাদী।

এই শোভাযাত্রায় ট্যাবলোগুলির মধ্যে ছিল অধুনা অবলুপ্ত কৃষ্ণনগরের ময়ূর এবং লুপ্তপ্রায় দন্ডপুতুল। উত্তরবঙ্গের মুখোশের ট্যাবলোর পাশাপাশি ছিল চলমান জীবনের প্রতীক নৌকো। আর ছিল অন্যতম আকর্ষণ মুর্শিদাবাদের অসাধারণ শিল্পকর্ম শোলার হাতি। এছাড়াও মাঙ্গলিক আচারের অঙ্গ মাটির সরা যা একসময় সরাশিল্পে উন্নীত হয়েছিল। ছিল একতারা যার সুর বহন করে সাম্প্রদায়িক সম্প্রীতির।।

No comments