Latest Breaking

জীবনে লটারী কাটেননি, এমন মানুষ বিরল


 Subrata Hajra,Burdwan ; জীবনে লটারী কাটেননি এমন মানুষের দেখা পাওয়া বিরল। মানুষের সহজাত প্রবৃত্তি হল যদি না মেহনত করে কিছু পেয়ে যাও য়া যায়। এটার জন্যই বোধহয় লটারীর টিকিট কেনার এত বাড় বাড়ন্ত ।  সলপচাকুরীজীবি মানুষকেও মাসে দুই তিন হাজার টাকার টিকিট কিনতে দেখেছি। হয়ত  টাকাটা অন্যান্য প্রয়োজনীয় খাতে খরচ করা যেত কিন্তু লটারী কেটে  ফোকটে যদি কিছু পাওয়া যায় এই লোভটাই তাকে বোকা বানিয়েছে । আর দিনআনি দিনখাই‌ লোকেদের মধ্যে ত এই লোভটা এত বেশী যে তারা সুযোগ পেলেই লটারী কাটবেই। কিছূ টাকা যে তারা পায়না তা নয় কিন্তু ভেবে দেখেনা যে টাকা তারা খরচ করল তার কতটা ফেরত পেল । টাকা ধরে রাখা ভীষণ‌ কঠিন। তাই এমন লোকের দেখা মেলে যাদের কপালে হয়ত লটারী লেগেছে কিন্তু কিছুদিন পরে আবার সব খুইয়ে সেই আগের অবস্থায় । এ তো লোক এই লটারী পেশার সঙ্গে জড়িত যে সরকার ইচ্ছা করলেও এই সেচছাজুয়ার কবল থেকে দেশের মানুষের নেশা কাটাতে‌ অপারগ।

No comments