Latest Breaking

স্কুল পড়ুয়াদের মধ্যে যোগ প্রতিভার অন্বেষন ও প্রশিক্ষনের উদ্যোগ


অমিতাভ গঙ্গোপাধ্যায় ও সোমনাথ মুখার্জী, নিউজ বেঙ্গল টুডে, কলকাতা : আজকের সমাজ জীব‌নের প্রবল ঘাত প্রতিঘাত ও টানা পোড়েনের মধ্যে দিয়ে তীব্র প্রতিযোগীতার সম্মুখীন হয়েও,মানুষ সনাতন ভারতবর্ষের একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থাকে অপরিসীম গুরুত্ব দিচ্ছে।সেই বিকল্প ব্যবস্থাটি হল যোগব্যায়াম বা যোগাসন।আর সেই উপলক্ষে  দক্ষিন কলকাতার  'কালীঘাট মিলনসঙ্ঘ ক্লাব ' প্রাঙ্গনে তিনদিন ব্যাপী  যোগ কর্মশা‌লার আয়োজন করা হয়। এটি শুধুমাত্র কর্মশালাই নয় যোগচিকিৎসাও এর অন্তরভুক্ত। বিশেষভাবে প্রশিক্ষিত ৪০ জন যোগা প্রশিক্ষক এই কর্ম‌শালায় অংশগ্ৰহন করেন।

এই কর্মশালাটির আয়োজনের মূল উদ্যক্তা,- বিবেক, ভারত সেবাশ্রম সঙ্ঘ, এশিয়ান যোগ রিসার্চ  ইনষ্টিটিউট ও কালীঘাট মিলন সঙ্ঘ। যৌথ পরিচালনায় অনুষ্টানটি পরিচালিত হয়। উপস্থিত ব্যক্তিত্তের মধ্যে ‌মঞ্চে ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় (সভাপতি বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন), ছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায় (কর্মকর্তা, মোহন বাগান এ্যাথলেটিক ক্লাব) এবং সর্বপরি ডঃ উজ্জ্বল কুমার ঘোষ(প্রতিষ্ঠাতা ও কর্ণধার এশিয়ান যোগ রিসা্রচ ইনষ্টিটিউট ) ও নিবেদীতা ঘোষ প্রমুখ।
এদিনের এই কর্মশালায় অংশগ্ৰহনকারী যোগ প্রশিক্ষকরা প্রত্যকেই প‍শ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত এক বছরের কোর্স করেছেন।
এই কর্মশালায় যোগব্যয়ামের বিশিষ্ট চিকিৎসক যারা যোগশিক্ষার ক্ষেত্রে অনন্য সাধারন তারা উপস্থিত থিলেন। ছি্লেন স্বনামধন্য যোগচিকিৎসক ডঃপ্রেমসুন্দর দাস,ডঃউজ্জ্বল কুমার ঘোষ প্রমুখ। রোগ নিরাময়ে যোগের উপকারিতা সম্বন্ধে বিশেষ বক্তব্য রাখেন ডঃউজ্জ্বল কুমার ঘোষ।অনুষ্ঠানের শুরুতে ইনষ্টিটিউটের ছাত্র-ছাত্রীরা যোগাসনের দ্বারা দেহ সৌস্ঠব প্রদর্শন করেন। শারীরিক কৌশল এবং দেহের প্রতিটি অঙ্গের সন্চালন দ্বারা যে নয়ন মনোহর ভঙ্গিমা প্রদর্শন করা যায়,তা না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না।
পরবর্তি অংশে ছিল যোগপ্রশিক্ষকদের সংশাপত্র প্রদান। অজিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সংশাপত্র প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি অলিম্পিকে ভারতীয় দের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। ভারত অলিম্পিকে প্রথম অংশ গ্ৰহন করে ১৯০০ সালে।যে কোন খেলাই হোক না কেন,সমস্ত খেলার সঙ্গেই যোগের প্রত‌ক্ষ বা পরোক্ষ সম্পর্ক বিদ্যমান। শারীরিক ভাবে সুস্থ ওসবল থাকতে প্রতিদিন ই যোগাসন ও ব্যায়াম অপরিহার্য। যোগচরচা শুধুমাত্র শরীর গঠন ই করে না স্মৃতি শক্তি বৃদ্ধি ও মনের গঠনেও সহায়ক।
  এরপর ডঃউজ্জ্বল ঘোষ তার স্বভাব সিদ্ধ ব্যক্তিত্বের ছটায় অনুষ্ঠানের শেষ পর্বে কিছু বক্তব্য রাখেন। তার কথায় ,আজ সারা বিশ্বে যোগ সমাদৃত।প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। আগামীদিনে আমাদের লক্ষ থাকবে স্কুল পড়ুয়াদের মধ্যে যোগ প্রতিভার অন্বেষন ও বিশেষভাবে তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করা।

No comments