কথা সাহিত্যিকের জন্মদিন পালন
বসন্ত বর্মন, কলকাতা : বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর 144 তম জন্মদিন সম্প্রতি পালিত হলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে | পশ্চিমবঙ্গ সরকারের অধীন তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের সভামুখ্য ছিলেন একাডেমির সভাপতি শ্রীমতি শাঁওলী মিত্র | উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দেবাদৃত চট্টোপাধ্যায় | এরপর শরৎ সাহিত্যে নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন অধ্যাপক অহনা বিশ্বাস | বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব সোহিনী সেনগুপ্ত "শরৎচন্দ্রের জীবনে তার স্ত্রীর ভূমিকা "---এই বিষয়ে একটি রচনা পাঠ করে শোনান |

No comments