বাঁকুড়ায় এখন বিজেপির অন্যতম জনপ্রিয় নেত্রী সাংসদের স্ত্রী সুজাতা
নীলেন্দু গোস্বামী, নিউজ বেঙ্গল টু ডে, বাঁকুড়া : বাঁকুড়ায় এখন বিজেপির অন্যতম জনপ্রিয় নেত্রী সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ। লোকসভা নির্বাচনে সুজাতার অক্লান্ত পরিশ্রম এবং কর্মীদের কাছে জনপ্রিয়তার কারনেই বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী হতে পেরেছেন সৌমিত্র খাঁন।
সম্সম্প্রতি বাঁকুড়ার পাত্রসায়ের স্টেশন সংলগ্ন মাঠে বিজেপির পত্রসায়র মণ্ডল 2 এর ডাকে এক জনসভl অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা খাঁ, বিজেপি র রাজ্য সংখ্যালঘু সেল এর সম্পাদক বিজেপি র বাঁকুড়া জেলা প্রতিনিধি অমর শাখা , পাত্রসায়ের মণ্ডল কমিটির নেতৃত্ববৃন্দ!
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজাতা দেবী বলেন, যে প্রতিকূল পরিস্থিতিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে জনতা জনlর্দন তার স্বামী মাননীয় সৌমিত্র খাঁ কে জিতিয়ে এনেছেন তার জন্যে কোন কৃতজ্ঞতাই যথেষ্ট নয়, কারণ আদালতের আদেশে তিনি নির্বাচনের আগে থেকেই তার নির্বাচনী এলাকার প্রচার করা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন! এমতাবস্থায় সুজাতা দেবী এলাকা চষে বেড়ান! আগামী দিনে যাতে বিজেপি আরো বেশি জনসমর্থন আদায় করে 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে সে দিকে নজর দিতে হবে এবং সে ব্যাপারে কর্মীদের সচেষ্ট হতে আহ্বান জানান! বিজেপি র পাত্রসায়ের মণ্ডল 2 এর বরিষ্ঠ নেতা মাননীয় বাপি হাজরা মহাশয় বলেন বিগত 1989 এর কথা! সেই বামফ্রন্ট জমানায় কিভাবে লুকিয়ে ছাপিয়ে তারা বিজেপি সংগঠনের কাজ কর্ম করতেন তার কথা বলেন! মাননীয় দিলীপ ঘোষ মহাশয় তার বক্তব্যে তুলে ধরেন তৃণমূল সরকারের এবং তার আজ্ঞাবাহি পুলিশের অত্যাচারের কথা! কেমন করে শুভেন্দু অধিকারীর পদযাত্রার সময়ে তৃণমূলের পুলিশ অন্যায় ভাবে তাদের সক্রিয় কর্মী কুন্তল গুই বা অন্যান্য কর্মী সমর্থকদের উপর অত্যাচার করেছে সে কথা বলেন! তিনি জোরের সঙ্গেই জনগণ এর উদ্দেশ্যে বলেন আগামী দিন বিজেপি আসছে আর তাই সকল বিজেপি কর্মী ও সমর্থকদের সতর্ক হয়ে কাজ করতে হবে! তৃণমূল যেন কোনো ভাবেই জনগণকে ভুল বোঝাতে না পারে তা দেখতে হবে! সভায় পাশাপাশি গ্রাম এলাকা থেকে হাজার হাজার মানুষ বাস, ট্রাকটর, ট্রেকার, মোটর বাইক, সাইকেল চেপে যেমন এসেছে তেমনই পায়ে হেঁটেও মিছিলে পা মিলিয়েছে অসংখ্য মানুষ! ব্যান্ড, ঢোল, ঢাক, লাগারজি ইত্যাদি বাজনা বাজিয়ে স্লোগান দিতে দিতে নারী পুরুষ বৃদ্ধ যুবক যুবতী আজকের এই সভায় যোগদান করেন!

No comments