দমদমে বামেদের আলোচনাসভা
বসন্ত বর্মন, কলকাতা, নিউজ বেঙ্গল টুডে : সি পি আই (এম ) দক্ষিণ দমদম 3 নং এরিয়া কমিটির উদ্যোগে সম্প্রতি কমরেড মনা ঘোষ স্মারক বক্তৃতা আয়োজিত হলো পাতিপুকুর এস কে দেব রোড মোড়ে | অনুষ্ঠানে ভাষণ দেন স্থানীয় সি পি আই (এম ) নেতা রাম প্রসাদ সাউ, অলোক কুমার দাশ প্রমুখ | দলীয় নেতা অলোক দাশ বলেন, বাংলায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে | মুখ্যমন্ত্রী বাংলায় এক কথা বলছেন, আবার দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করে সুর পাল্টে ফেলছেন | এন আর সির নাম বি জে পি সারা দেশে আতঙ্কের পরিবেশ তৈরী করেছে | আসামে 19 লক্ষ মানুষের নাম তালিকা বাদ গেছে | তাঁদের থাকার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরী করা হয়েছে, যেখানে প্রতি 2000 মানুষ পিছু একটা করে টয়লেট থাকবে | এভাবে দেশে ফ্যাসিবাদী সাম্রাজ্য তৈরী করার চেষ্টা চালাচ্ছেন মোদী অমিত শাহ জুটি | তিনি বলেন একমাত্র বামপন্থাই পারে দেশকে এই অবস্থা থেকে উদ্ধার করতে |

No comments