মন্দির রক্ষনাবেক্ষনের জন্য সবুজায়ন হলদিয়ায়
হলদিয়া : আজ রূপনারায়ণচক শীতলা মন্দির প্রাঙ্গণে রক্ষনাবেক্ষনের প্রতিশ্রুতিতে গাছ লাগানো হলো । আয়োজক ছিল হলদিয়া এস.সি;এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিত" এবং "সবুজের অভিযান" ফেসবুক পরিবার ।
সহযোগিতায় ছিল রূপ নারায়নচক গ্রাম্য কমিটি। লক্ষ্য ছিল বিভিন্ন গাছের নামের সঙ্গে পরিচিতি লাভ করানো এবং দূষণ প্রতিরোধ গড়ে তোলা । গাছ গুলি হলো শিউলি-৩ টি, অশোক-৩ টি, পলাশ - ৩ টি, রুদ্রপলাশ- ৩ টি, হিজল-৩ টি , কলকে-৩টি, কাঁঠাল -১টি , টগর-১ টি, গন্ধরাজ-১টি মোট ২১ টি।
No comments