শিশির মঞ্চে জমজমাট "বঙ্গপ্রদেশ" শারদীয়া পত্রিকা প্রকাশ অনুষ্ঠান !
নিউজবেঙ্গল টুডে, কলকাতা : রবিবার কলকাতার শিশির মঞ্চে থিকথিকে ভীড়ে জমজমাট হয়ে উঠল "বঙ্গপ্রদেশ" শারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠান।
দিন কয়েকের মেঘলা আকাশের ভীড় ঠেলে পঞ্চমীর শুভ লগ্নে আকাশ যখন সূর্যের আলোর উজ্জ্বল ছটায় উদ্ভাসিত হয়ে উঠেছে ঠিক তখনই স্বকীয়তায় উদ্ভাসিত হয়ে উঠল বঙ্গপ্রদেশ শারদ সংখ্যাটি।
এই শারদ সংখ্যাটি বহু সমৃদ্ধ লেখক ও কবির লেখনীতে ভরপুর। আর তার প্রকাশের মঞ্চটিও হয়ে উঠেছে নানান গুনী মানুষের উপস্থিতিতে প্রাণোজ্জ্বল।
ওয়েস্ট বেঙ্গল রুর্যাল নিউজ পেপার ওনার এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্ট-এর পথচলা শুরু হয়েছিল খুব সাদামাঠা ভাবেই। কিন্তু খুব অল্প সময়েই এই সংগঠনটি হয়ে উঠেছে সমৃদ্ধ। বছরভর সাংবাদিকতার প্রশিক্ষণের মধ্যমে এই সংস্থা গড়ে তুলেছে একঝাঁক দুঁদে সাংবাদিক।
এই সংবাদকর্মীরাই আগামী দিনে পোঁছে যাবেন শহর থেকে জেলার আনাচে কানাচে। আর তাঁদের এই লেখনী প্রকাশের মাধ্যম হিসেবে এদিনই আত্মপ্রকাশ করছে "নিউজবেঙ্গলটুডে.কম" ওয়েব পোর্টালটি। বাংলা ও ইংরেজী দুই ভাষায় পরিচ্ছন্ন ও সুষ্ঠু সাংবাদিকতা প্রকাশের মঞ্চ হিসেবে এই নিউজ পোর্টালটি একদিন সবার নজর কাড়বে সন্দেহ নেই।
আজকের অনুষ্ঠানে বঙ্গপ্রদেশের শারদ সংখ্যা প্রকাশের পাশাপাশি এই মঞ্চে দেওয়া হয়েছে গুনীজনদের সংবর্ধনাও। সমাজের বিভিন্ন স্তরে যাদের কাজকর্ম একটি মাইলফলক হয়ে উঠেছে তেমন মানুষদের সংবর্ধিত করা হচ্ছে আজকের এই মঞ্চে।
এই অনুষ্ঠানের উদ্বোধক পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকার, প্রধান অতিথি অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের মন্ত্রী রাজীব ব্যানার্জী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বহু গুনী মানুষজন।
এই অনুষ্ঠানে শিশির মঞ্চের প্রতিটি আসন রয়েছে কানায় কানায় পূর্ন। বঙ্গপ্রদেশ শারদ সংখ্যা দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনাই জানিয়েছেন সংগঠনের সম্পাদক অংশুমান ফাদিকার।
আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক সুজিত রায়, সাহিত্যিক ভবানী প্রসাদ মজুমদার, সাংবাদিক তরুণ চট্টোপাধ্যায়, আবু তাহের - নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, সাংবাদিক আবু রাইহান, জাহাঙ্গীর বাদশা সহ গুনী মানুষজন।
এছাড়াও এসেছেন পাঁশকুড়া পিরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র, কবি দেবব্রত দত্ত, লেখক ও শিক্ষাবিদ সুশীল রঞ্জন মািতি প্রমূখরা।





Well decorated and the news or features to be uploaded in regular courses for increasing viewers
ReplyDelete_ Mabjul Chowdhury