এইচপিএলের সহযোগী প্রতিষ্ঠানের উদ্যোগে হলদিয়াতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
মানসী হাজরা, কলকাতা : হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ADPERMA আজ হলদিয়ার চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের অংশ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল।
রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, টিসিজি ফাউন্ডেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটি, পূর্ব মেদিনীপুর এবং চৈতন্যপুর নিউ স্টারের সহযোগিতায় এই শিবিরটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির প্রধান কর্মকর্তা ডঃ বিভাস রায়; হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার - প্রশাসন, (এইচআর এবং সিএসআর), সমীরণ সরকার; হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাতমানন্দ; উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ ষষ্ঠী ভূষণ কুণ্ডু; এবং জেলা যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ শুভ দীপ বাগ এবং অন্যান্যরা।
শিশু সহ মোট ৬০৬ জন ব্যক্তি এই শিবির থেকে উপকৃত হয়েছেন, ইএনটি, ডেন্টাল, কার্ডিয়াক, স্নায়বিক এবং অর্থোপেডিক মূল্যায়ন সহ ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করেছেন। বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে এবং দৃষ্টি সমস্যায় আক্রান্ত ১০৯ জন রোগীর জন্য বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হয়েছে।



No comments