পুজো পরিক্রমা : চালতাবাগানে "কবিগুরুর শান্তিনীড় "এর জমজমাট উদ্ভোধন !
কলকাতা : মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটির ৭৬ তম বর্ষের 'কবিগুরুর শান্তিনীড়' থিমের জমজমাট উদ্ভোধনের সাক্ষী রইলো মাননীয় সাংসদ সুদীপ বন্দোপধ্যায়, রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে এবং জোড়াসাকো বিধায়ক স্মিতা বকসী সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্বরা।
এছাড়াও পুজোর মঞ্চ মাতিয়ে দিয়েছেন টলিউডের একঝাঁক কলাকুশলীরা। আবির, বিক্রম ঘোষ, অরিন্দম গাঙ্গুলি সহ কলাকুশলীরা মাতিয়ে দিলেন পুজো উদ্বোধনের মঞ্চ।
এদিন মাতৃমন্দিরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ওপেনিং করার পর শুরু হয় চালতাবাগানের দীর্ঘদিনের ঐতিহ্য জমজমাট ঢাক উৎসব। এদিন ঢাক উৎসবকে প্রানবন্ত করে তুলতে আয়োজকদের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিল বাংলা চলচিত্রের একঝাঁক প্রতিভা।
আজকেই মুক্তি পাওয়া 'ব্যোমকেশ গোত্র' মুভির পরিচালক অরিন্দম শীল, মিউজিক ডিরেক্টর বিক্রম ঘোষ, ব্যোমকেশ চরিত্রে প্রধান অভিনেতা আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, জয়দীপ কুন্ডু,সৌরেশেনি মিত্র, বিবৃতি চ্যাটার্জি সহ অনেকে।
পরিচালক অরিন্দম শীল ঢাক বাজিয়ে এদিন ঢাক উৎসবোর শুভ সূচনা করার পর পুরো টিম প্রায়,আধ ঘন্টা ঢাক বাজিয়ে মাতিয়ে তোলেন প্যান্ডেল। এরপর পরিচালক অনির্বান শীল ব্যোমকেশ গোত্র নিয়ে হালকা চালে প্রেডিকশন করে দর্শকদের উদ্দেশ্যে বলেন 'পুজোতে বাংলা ছবি দেখুন, আর যদি বাংলা ছবি দেখে টাকা উশুল করতে চান তাহলে ব্যোমকেশ দেখুন।
এরপর অঞ্জন দত্ত বলেন' তার চোখে দেখা সেরা ব্যোমকেশ চরিত্র আবির, আর তাই আবিরের আরেকটি চমক দেখতে ব্যোমকেশ গোত্র দেখুন বড় পর্দায়। ' আবির এদিন মাইক্রোফোন হাতে তুলে পুজো কমিটি কে ধন্যবাদ দিয়ে প্যান্ডেলর প্রসংসা করে দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'পুজোতে উৎসবের আমেজকে জমজমাট করতে সবাইকে ব্যোমকেশ দেখতে আসতেই হবে। '
চালতাবাগান পুজো কমিটির সাধারন সম্পাদক সন্দীপ দাড়িয়াল সাথে থিম তথা 'কবিগুরুর শান্তিনীড়' এর ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব, আনন্দের ছন্দ বাংলা, প্রানের দেবী দুর্গা, প্রানের কবি রবিন্দ্রনাথ আর তাই বাঙ্গালীর সংস্কৃতির সাথে রবীন্দ্রনাথের চেতনা মাথায় রেখে এবছর আমরা এই থিম টা নির্বাচন করেছি।



No comments