বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে নবান্নে চিঠি দিলেন মালিকরা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা :বাসভাড়া বৃদ্ধির দাবি তুলে নবান্নে চিঠি দিলেন মালিকরা। কয়েকদিন আগে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি চিঠিটি দিয়েছে। সেখানে দিনে দিনে জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহণ শিল্পের অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।
ভাড়াবৃদ্ধির পাশাপাশি জ্বালানিকে জিএসটির মধ্যে আনতে কেন্দ্রীয় সরকার যাতে পদক্ষেপ করে, তার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
তবে, দফায় দফায় জ্বালানির দামবৃদ্ধির জেরে কেবল একটি সংগঠনই নয়, বাস মালিকদের প্রায় প্রতিটি সংগঠনই ভাড়াবৃদ্ধির দাবি তুলতে শুরু করেছে। গত শুক্রবার এ নিয়ে একাধিক সংগঠনের নেতৃত্ব একসঙ্গে বৈঠকও করে।
সেখানে ঠিক হয়েছে, যেহেতু পুজো সামনে চলে এসেছে, তাই আপাতত এ নিয়ে কোনও পদক্ষেপ করা না হলেও, উৎসব শেষ হলেই ফের বিষয়টিকে নিয়ে চর্চা শুরু হবে। বৈঠকে ছিলেন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের নেতৃত্ব।
সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই পরিস্থিতিতে পরিষেবা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারকে সময় দেওয়া হচ্ছে। কোনও সুরাহা না মিললে, ফের বৈঠক হবে সংগঠনগুলির মধ্যে।
সেখান থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, পুজো মিটলেই বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কথা বলা হবে। কারণ, পরিস্থিতি দিনে দিনে বদলে যাচ্ছে। তার সঙ্গে তাল মেলানো যাচ্ছে না।

No comments