Latest Breaking

সবংয়ের বেনেদিঘী নব যুবক সংঘের দুর্গাপুজোর থিম "১০০ দিনের কাজ" !




সবং : দুর্গা পুজো মানেই মাতৃ শক্তির আরাধনা। আর তাই দুর্গাপুজোর থিমে মহিলাদের সশক্তিকরণকেই গুরুত্ব দিয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ১নং দেভোগ অঞ্চলের বেনেদিঘী নব যুবক সংঘ।

এই ক্লাবের এবারের পুজোর থিম "১০০ দিনের কাজ"। যে প্রকল্পের মাধ্যমে গ্রাম গঞ্জের মহিলারা ক্রমেই আর্থিক স্বচ্ছ্বলতার মুখ দেখছেন তেমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকেই নিজেদের থিম হিসেবে বেছে নিয়েছে এই সংস্থাটি।

নব যুবক সংঘের পুজো এবার ৫ বছরে পা দিচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাজকে সম্মান জানানোই শ্রেয় মনে করেছেন সংস্থার সদস্যরা।


পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, মহিলারা সংসারের ঝক্কি সামলেও ১০০ দিনের কাজে কায়িক পরিশ্রম করে চলেছেন। তাঁদের এই লড়াইকে সম্মান জানানোর পাশাপাশি এই কাজে আরও বেশী পরিমানে মহিলাদের এগিয়ে আসার জন্য উৎসাহিত করতেই তাঁদের এই প্রয়াস।

সেই সঙ্গে পরিবারের ছেলেরা যখন নেশায় আসক্ত হয়ে পড়ে তখন তা সংসারের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তাও তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। প্রত্যন্ত গ্রামের এই পুজোয় বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। যা আর পাঁচটা গ্রামীন পুজোর তুলনায় অনেকটাই বেশী।

এই পুজো মন্ডপ এবার এলাকায় যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী পুজোর উদ্যক্তারা। তাঁদের এই প্রয়াসে খুশি এলাকার বাসিন্দারাও।

No comments