Latest Breaking

আগমনী : তরুণ সংঘে এবার সঙ্গে থাকছে "ভূতের রাজা দিল বর"



কলকাতা : রথের দড়িতে টান পড়লেই হুড়মুড় করে পূজোর দিনগুলো এসে পড়ে। এই সময় থেকেই ঢাকের কাঠি আর বাতাসের ধুনোর গন্ধ মনে করিয়ে দেয় পূজো আসছে। তাই ব্যস্ততাতে এখন থেকেই ঘুম ছুটছে পূজো উদ্যোক্তাদের।

খুব বেশি সময় নেই তাই প্রতিযোগীতায় শিরোপা দখলের লড়াইতে আপ্রাণ মনোনিবেশ। উল্টোরথেই সেই শুভক্ষণের সূচনা হল খুঁটিপূজো দিয়ে। বাঘাযতীন তরুণ সংঘের এবারের পূজো ৬৯ বছরে পদার্পণ করল। সেই সূচনাপর্বেই দেখা গেল টিম ক্রিসক্রসকে।


এই ক্লাবের পূজোর মুখ বরাবর প্রিয়াঙ্কা সরকার। আর তিনি এই ক্রিসক্রস ছবির এক গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন। তাই ছবির সার্বিক সাফল্য ধরে রাখতে আগাম পূজোর আশীর্বাদ নিয়েছে টিম ক্রিসক্রস। এদিন উপস্থিত ছিলেন আরেক অভিনেত্রী নুসরত ও ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত।

বাঘাযতীন তরুণ সংঘের পূজোর এবারের থিম ভূতের রাজা দিল বর।


No comments