অজয়ের প্রযোজনা সংস্থা থেকে বাদ পড়ছেন লভ রঞ্জন ?
নানা পাটেকর থেকে শুরু হয়েছিল। সাজিদ খান, সুভাষ ঘাইয়ের পর বাদ পরলেন না অমিতাভ বচ্চনও। #MeToo ঝড় ভালোমতোই নাড়া দিয়েছে বলিউডকে। রোজ অভিযুক্তদের তালিকায় জুড়ছে নতুন নাম। সামনে আসছে 'সংস্কারি' সেলিব্রিটিদের অন্যরূপ।
সেই তালিকায় নবতম সংযোজন 'প্যায়ার কা পঞ্চনামা'-র পরিচালক লভ রঞ্জন। এই পরিচালকের সঙ্গে রয়েছে অজয় দেবগণ-এর প্রোডাকশন হাউজ়ের আপকামিং প্রজেক্ট। তবে কি প্রজেক্ট থেকে বাদ পড়তে চলেছেন লভ? অজয় দেবগণের টুইট সেই ইঙ্গিতই দিচ্ছে।
সম্প্রতি 'প্যায়ার কা পঞ্চনামা'-র পরিচালক লভ রঞ্জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। তিনি জানান, অডিশনের সময় তাঁকে অন্তর্বাসে দেখতে চাওয়া হয়েছিল বিকিনি সিনে কেমন দেখাবে তা দেখার জন্য।
পরে তিনি রোলটি পেলেও লভ ক্রমাগত তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকেন। তাই তিনি ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
এরপর গতকাল অজয় দেবগণ একটি টুইটে লেখেন, "#MeToo-কে সম্মান করেই বলছি যা সব হচ্ছে তাতে আমি খুব বিরক্ত। আমি বা আমার কম্পানি মহিলাদের তাঁদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দেওয়াতেই বিশ্বাসী। কেউ যদি কোনও একজন মহিলার সঙ্গেও ভুল কিছু করে থাকে তবে তার পাশে দাঁড়াবে না অজয় দেবগণ ফিল্মস বা আমি।"
অজয়ের এই টুইটের পর থেকে বলিউডে ঘোরাফেরা করছে একটা প্রশ্ন। কী হবে লভ রঞ্জনের সঙ্গে অজয় দেবগণ ও রণবীর কাপুরের আগামী প্রজেক্টের ভবিষ্যৎ?

No comments