রাজ্যে ৯৯১ কোটি লগ্নি করতে চলেছে ফ্লিপকার্ট !
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দুর্গাপুজোর মুখে রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে খুশির খবর। ফ্লিপকার্ট রাজ্যে ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই খবর দিয়েছেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।
তিনি বলেন, ফ্লিপকার্ট সংস্থা হরিণঘাটায় আধুনিক লজিস্টিক হাব তৈরি করবে। এ জন্য তাদের হরিণঘাটা শিল্পতালুকে ১০০ একর জমি দেওয়া হচ্ছে। ওই শিল্পতালুকে ৩৫৮ একর জমি আছে। ফ্লিপকার্ট আসায় অন্য সংস্থাগুলিও আগ্রহ প্রকাশ করবে।
ফ্লিপকার্টের লজিস্টিক হাবে ১৮ হাজার ৩১০ জনের কর্মসংস্থান হবে। পুজোর আগে রাজ্যের মানুষের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী হতে পারে। ছ’মাসের মধ্যে তারা কাজ শুরু করবে।
গত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এ রাজ্যকে লিখিতভাবে ওই লজিস্টিক হাব করার প্রস্তাব দিয়েছিলেন ফ্লিপকার্টের কর্তাব্যক্তিরা। রাজ্য সরকারের তরফে বিভিন্ন জায়গার শিল্পতালুকের জমি দেখানো হয়।
কিন্তু ফ্লিপকার্ট সংস্থার কর্তাব্যক্তিরা শহরের কাছাকাছি জমি চাইছিলেন। যেখানে তাঁরা লজিস্টিক হাব বা উন্নতমানের ওয়্যারহাউস তৈরি করবেন। বর্তমানে শহরে একটি ওয়্যারহাউসের মাধ্যমে ওই সংস্থা কাজ চালাচ্ছে। কিন্তু তাতে চাহিদা পূরণ হচ্ছে না। দিন দিন ফ্লিপকার্টের মাধ্যমে কেনাকাটার প্রত্যাশা বেড়ে যাওয়ায় তারা লজিস্টিক হাব করার সিদ্ধান্ত নেয়।
সেই মতো রাজ্য সরকারকে আধুনিক লজিস্টিক হাব তৈরির জন্য জমি চাওয়া হয় সংস্থার পক্ষ থেকে। সেখানে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় বলেও তারা সরকারকে জানায়। সেই প্রস্তাব নিয়ে ডব্লুবিআইডিসি তথা রাজ্য শিল্পোন্নয়ন নিগমের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়। শিল্পোন্নয়ন নিগমের অফিসাররা ফ্লিপকার্টের প্রতিনিধিদের বিভিন্ন জায়গায় জমি দেখান। শেষপর্যন্ত ফ্লিপকার্ট হরিণঘাটায় জমি নেবে বলে ঠিক করে।
No comments