আফগানিস্তানে আত্মঘাতী হামলা, মৃত ১০
লস্করগা (আফগানিস্তান) : আফগানিস্তানে ফের আত্মঘাতী বোমা বিস্ফোরণের জেরে এক প্রার্থী সহ মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। জখম হয়েছেন আরও ১০ জন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লস্করগা এলাকার ঘটনা।
হেলমান্দের গভর্নর অফিস সূত্রে জানানো হয়েছে, এই আত্মঘাতী হামলার ফলে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে সালেহ মহম্মদ আছেকজ়াই বলে একজন প্রার্থীও রয়েছেন।
জুলাই মাসেই আফগানিস্তানের ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশনের(IEC) তরফে ২০ অক্টোবর সংসদ ও আগামী বছরের ২০ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা করা হয়। এরপর থেকে প্রায়দিনই আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে আত্মঘাতী ও জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে।
No comments