রাফাল ইস্যুতে সাময়িক স্বস্তি মোদি সরকারের
নয়াদিল্লি : রাফাল চুক্তি নিয়ে এবার মোদি সরকারকে অস্বস্তির হাত থেকে বাঁচাতে সরাসরি মুখ খুলেছে রাফাল উৎপাদনকারী ফরাসি সংস্থা ডাসল্ট।
ঘটনাচক্রে ঠিক যখন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন তিনদিনের ফ্রান্স সফর করছেন এবং রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন এই সফরের উদ্দেশ্য নিয়ে, ঠিক তখনই ডাসল্ট কর্তা ফরাসি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাফাল চুক্তির ভারতীয় অংশীদার হিসাবে কেবলমাত্র অনিল আম্বানির সংস্থাকেই বাছাই করা হয়েছে এমন নয়।
ডাসল্ট এভিয়েশনের সিইও এরিক টাপিয়ের বলেছেন, আরও অনেক ভারতীয় সংস্থার সঙ্গেই আলোচনা চলছে। অন্তত ৩০টি অন্য সংস্থার সঙ্গে চুক্তি প্রায় হয়েও গিয়েছে বলা যায়। টাপিয়েরের বক্তব্য, সামগ্রিক চুক্তির মাত্র ১০ শতাংশই সম্পাদিত হয়েছে রিলায়েন্সের সঙ্গে। বাকি চুক্তি অন্য ভারতীয় সংস্থার সঙ্গে হবে।
তিনি বলেছেন, কোনও চাপই ছিল না রিলায়েন্সকে বাছাই করার ক্ষেত্রে। তাহলে কেন তাঁর সংস্থারই অন্য কর্তা বলেছিলেন রিলায়েন্সকে এই চুক্তির অন্তর্ভুক্ত করা একপ্রকার বাধ্যতামূলক ছিল? টাপিয়ের বলেছেন, ওটা একটা টেকনিক্যাল শব্দ। ‘অবলিগেটরি’ শব্দটির ইংরাজিতে যা অর্থ বোঝায় ফরাসিতে সর্বদাই সেই একই অর্থ নয়।
No comments