Latest Breaking

সাঁতরাগাছির ভুল থেকে শিক্ষা নেয়নি রেল! মৃত্যুর মুখ থেকে ফিরল শতাধিক যাত্রী, অবরোধ বিক্ষোভ



নিউজ বেঙ্গল টুডে, হাওড়া : স্টেশন মাস্টারের ভুলে এবং চালক ও গার্ডের দায়িত্বহীন আচরনে পালটফর্ম  ছাড়াই ট্রেন থেকে নামতে গিয়ে বিপদে পড়লেন দক্ষিণ  পূর্ব রেলের শতাধিক যাত্রী। বৃহস্পতিবার  সকাল ৮টা নাগাদ  পাঁশকুড়া লোকাল হাওড়া ঢোকার মুখে  দাসনগর স্টেশনে ট্রেন থেকে  নেমে লাইন পারাপারের সময়  একটি  দূরপাল্লার ট্রেন চলে আসে। যাত্রীরা কোন রকমে এদিক ওদিক ছিটকে প্রাণে রক্ষা পায়। ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ও লাইন থেকে  হুড়োহুড়ি করে সরতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী জখমও হয়েছেন। এর পরেই  যাত্রীরা রেল অবরোধ শুরু করে।

উলবেড়িয়ার বাসিন্দা নিত্যযাত্রী  দেবারতি দাস ক্ষোভের সঙ্গে জানান, ট্রেনটি দাশনগর স্টেশনে থামার কথা ছিল। কিন্তু স্টেশনে না ঢুকিয়ে ট্রেনটিকে মাঝের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই স্টেশনে যাদের নামার কথা ছিল  তারা  ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ঝুলে লাইনে নামেন । অনেক মহিলা যাত্রী এই ভাবে নামতে বাধ্য হয়।  ওই সময়ে পাশের আপ লাইনে ট্রেন  চলে এলে আসে।




 দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,  স্টেশন মাস্টার ভুলে এটা হয়েছে। যাত্রীদের অভিযোগ মিডিল লাইনে প্লাটফর্ম পাওয়া যাবেনা  জেনেও চালক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেননি।

তমলুকের বাসিন্দা শুভময় মাইতির অভিযোগ, লোকাল ট্রেনে সাউণ্ড সিস্টেম থাকলেও কেবলমাএ রেকর্ড বাজানো হয়। মেট্রোর মতো চালকের কেবিন থেকে কোন জরুরী ঘোষনার ব্যবস্তা নেই। এর ফলেই বিপত্তি।
তিনি আরও বলেন মাস কয়েক আগে রেলের উদাসীনতায় সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। এদিন বড় দূর্ঘটনা থেকে রেহাই পেলেও আতঙ্ক কাটেনি।

No comments