বিমানের চাকার ধাক্কায় ধসে পড়ল পাঁচিল, জরুরি অবতরণ মুম্বইয়ে, তদন্তের নির্দেশ প্রভুর
তিরুচিরাপল্লি : টেক-অফ করার সময় পাইলটের অজান্তেই বিমানবন্দরের পাঁচিল ছুঁয়ে গেল উড়ানের চাকা। বৃহস্পতিবার মধ্যরাতে তিরুচিরাপল্লির বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাইগামী ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
পাঁচিলে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের নীচের অংশ। আর সেই দুর্ঘটনাগ্রস্ত বিমান নিয়ে আকাশে প্রায় চার ঘণ্টা ভেসে থাকার পর মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। তবে ছ’জন বিমানকর্মী সহ ১৩৬ যাত্রী নিরাপদেই রয়েছেন।
তাঁদের অন্য বিমানে দুবাই যাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিমানের পাইলট ইন কমান্ড ডি গণেশবাবু ও ক্যাপ্টেন অনুরাগকে ‘ডিরোস্টার’ করার সিদ্ধান্ত নিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। অর্থাৎ, তাঁরা আপাতত কোনও বিমান চালাতে পারবেন না।
বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ তিরুচিরাপল্লি বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে টেক-অফ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-৬১১ উড়ান। ওই সময় বিমানের চাকা পাঁচিলের একটা অংশে ধাক্কা লাগে। তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের অবতরণ ব্যবস্থা (আইএলএস) এবং ভিএইচএফ অ্যান্টেনা।
No comments