বিশেষ চাহিদা সম্পন্নদের ভোটার তালিকায় নাম তোলার কর্মসূচি !
বর্ধমান : বিশেষ চাহিদা সম্পন্নদের নাম ভোটার তালিকায় তোলার লক্ষ্যে শুক্রবার বর্ধমানে ডেন্টাল কলেজ মাঠে ‘সমানুভূতি’ নামে একটি মেলার আয়োজন করল জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তর।
এদিন সেখানে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্নদের হাতে মানবিক প্রকল্প, সহায়ক যন্ত্রপাতি, বসে আঁকো প্রতিযোগিতায় প্রত্যেকের হাতে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি যাদের ভোটার তালিকায় নাম ছিল না তাদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণবকুমার রায়, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অরিন্দম নিয়োগী, বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ মহকুমা শাসক যথাক্রমে পুষ্পেন্দু চট্টোপাধ্যায় এবং অনির্বাণ কোলে প্রমুখ।
এদিন ওই অনুষ্ঠান উপলক্ষে ডেন্টাল কলেজ মাঠে মেলার আয়োজন ছিল। সেখানে বিভিন্ন দপ্তরের ১২টি স্টল ছিল। শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের বসে আঁকো প্রতিযোগিতা ছিল। সেখানে প্রত্যেককে পুরস্কৃত করা হয়।
বিশেষ চাহিদা সম্পন্ন একজনের নামও যাতে বাদ না পড়ে, সেটাই নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে এদিনের কর্মসূচি ছিল। এদিন জেলাশাসক বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন।
No comments