Latest Breaking

তথ‍্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পৌরসভার যৌথ উদ্যোগ


অমিতাভ গঙ্গোপাধ‍্যায়, কলকাতা :  ":মাতৃভাষা দিবস"।  এই বিশেষ দিনটির স্ম‍্যরণে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।পশ্চিমবঙ্গ তথ‍্য ও সংস্কৃতি দপ্তর ও কলকাতা পৌরসভার পরিচালনায় এবং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যেপাধ‍্যায়ের উপস্থিতিতে এইসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫ টায়। অনুষ্ঠানের শুরুতে"পুলোওয়ামায় শহিদ জোওয়ানদের " স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।    অনুষ্ঠান মঞ্চে  উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যক্তিরা।ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামি,এছাড়া ছিলেন প্রথিত যশা চিত্রশিল্পি শুভাপ্রসন্ন ভট্টাচার্য্য  প্রমুখ। প্রত‍্যেকেই এই দিনটি পালনের প্রয়োজনীয়তা আলোচনা ও ব‍্যাখ‍্যা করেন। সংগীত পরিবেশন করেন বিখ‍্যাত গায়ক প্রতূল মুখোপাধ‍্যায়    দৈত সংগীতে অংশগ্ৰহন করেন"শ্রীমতি অরুন্ধুতি হোমচৌধুরী ও শিবাজী চট্টপাধ‍্যা‌য়"। অনষ্ঠান দেখতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

No comments