Latest Breaking

বাংলা চলচিত্র ও সামাজিক দায়বদ্ধতা


সোমনাথ মুখার্জী, কলকাতা: "বাংলা চলচিত্র ও সামাজিক দায়বদ্ধতা"-শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার নাকতলায়। আন্তর্জাতিক  ভাষা দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে  সাংস্কৃতিক সংগঠন  'সেতু'।
 অনুষ্ঠানের শুরুতে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। শৈশবে বাংলাদেশে কাটানো মাধবী রানী দে "আমার ভাই এর রক্তে,,,,"-বহুল প্রচলিত গানটি র পাশাপাশি সরচিত সংগীত পরিবেশন করেন যা অত্যন্ত মনোগ্রাহী। দৈত্যকন্ঠে মৌরীফুল ও মনিদীপার আবৃত্তি প্রশংসার দাবী রাখে।

পরবর্তী পর্যায়ে জাতীয় পুরস্কার বিজয়ী বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অরুণাভ গাঙ্গুলী মূল আলোচনার বিষয় প্রসঙ্গে বলেন যে প্রবহমান জীবনের মধ্যে দিয়েই সংস্কৃতিও প্রবহমান, চলচ্চিত্র এ বিষয়ে এক নতুন ভাষার জন্ম দিয়েছে,তাই ভাষা ও সংস্কৃতি সঙ্গে চলচ্চিত্রকে অর্থবহ করে তুলতে হবে। সাম্প্রতিক কালে একটি বাংলা ছবির প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞার উদাহরণ টেনে তিনি বলেন সামাজিক সমকালীনতা ও সামাজিক অবক্ষয়কে তুলে ধরে চলচ্চিত্র এবং সেখানেই তার দায়বদ্ধতা। বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল বিখ্যাত ছবি 'জন অরণ্য' ও 'মেঘে ঢাকা তারা'-এর টুকরো টুকরো কোলাজের বাখা সহ স্লাইড শো।

সেতুর তরফে সাগতা নাহা ও ওঙ্কার রাএ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানের মূল সুরটি ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে একাত্ম ও সম্পৃক্ত হওয়া ।

No comments