স্বামীজির পদার্পণ উপলক্ষে ম্যারাথন পদযাত্রা
সুকুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা : স্বামীজির পদার্পণ উপলক্ষে ম্যারাথন পদযাত্রা হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজে।
" বিবেক সংহতি "আয়োজন করেছিল এক ম্যারাথন। ছোট থেকে বড় সব বয়সী পুরুষ ও মহিলা এই ম্যারাথন দৈাড়ে অংশগ্রহণ করে
১৮৯৭ সালে ১৮ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা দিয়ে বাংলার মাটিতে প্রথম পদার্পণ করেন বজবজের মাটিতে। ওই দিন এস এস মোম্বাসা জাহাজটি কলকাতার খিদিরপুর ডকে যাওয়ার পথে অকস্মাৎ কারনে বজবজে থেমে যায়। সারা রাত জাহাজে কাটিয়ে পরদিন ১৯শে ফেব্রুয়ারি সকালে পায়ে হেঁটে বজবজ স্টেশনে খানিকক্ষণ বিশ্রাম নেন। তারপর টিকিট কেটে তাঁর সঙ্গে থাকা ভক্তদের নিয়ে শিয়ালদা যান। সেখানে প্রায় কুড়ি হাজার ভক্ত এক শোভাযাত্রা করে স্বামীজিকে আলমবাজার মঠ নিয়ে যায়।
১৮ই ফেব্রুয়ারি বজবজে স্বামীজির পদার্পণ উপলক্ষে বিবেক সংহতি আয়োজন করেছিল এক ম্যারাথন পদযাত্রার । ছোট থেকে বড় সব বয়সী পুরুষ ও মহিলা এই
ম্যারাথন দৈাড়ে অংশগ্রহণ করে। বজবজ পুরনো স্টেশন থেকে এই ম্যারাথন শুরু হয়ে কোমাগাতামারু বজবজ স্টেশন শেষ হয়। এখানে বজবজ প্ল্যাটফর্মে স্থানীয় একজন প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার প্রদান করা হয় । অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি সাংসদ শুভাশিষ চক্রবর্তী, বজবজের বিধায়ক অশোক দেব, বিশেষ অতিথি প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, পৌরপধান ফুলু দে, উপ-পৌরপধান গৌতম দাশগুপ্ত ও বিশিষ্ট মানুষজনেরা ।

No comments