Latest Breaking

নক‌আউট নার্সারি ফুটবল টুর্নামেন্ট


সোমনাথ মুখার্জী ,কলকাতা: নার্সারি ফুটবল টুর্নামেন্ট দক্ষিণ কলকাতার নাকতলায় প্রভাত সঙ্ঘের ব‍্যবস্থাপনায় অতীতের কলকাতা ময়দান কাপানো কিংবদন্তী ফুটবলার প্রয়াত কৃশানু দে-র নামাঙ্কিত " কৃশানু দে মেমোরিয়াল নক‌আউট নার্সারি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ " শুরু হল ১৭ই ফেব্রুয়ারী থেকে, চলবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চল গুলি থেকে মোট ৮ টি দল এই টুর্নামেন্টে অংশ গ্ৰহণ করে।
 প্রথম খেলাটি ছিল জনকল‍্যাণ সমিতি,বজবজ বনাম সালকিয়া ফুটবল কোচিং ,হাওড়া- র। সালকিয়া ফুটবল কোচিং ৪-১ গোলে ম‍্যাচটিতে জয়লাভ করে।
 খেলার শুরুতে কৃশানু দের প্রতিকৃতিতে ক্লাবের তরফ থেকে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য দেওয়া হয় এবং সদ‍্য ঘটে যাওয়া কাশ্মীরের পুলোওয়ামায় শহিদ জওয়ানদের সরণে নীরবতা পালন করা হয়।
গড়পড়তা ১৫ বছর বয়সের ছেলেদের নিয়ে এই নার্সারি টুরনামেন্ট কে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সাধন ঘোষ এবং ওয়ার্ডের পৌর প্রতিনিধি মৃত‍্যুঞ্জয় চক্রবর্তী । বক্তব‍্য রাখতে গিয়ে মৃতুঞ্জয় বাবু বলেন, কৃশানু দে কে সামনে রেখে, সাথে নিয়ে ১৫ বছর ধরে ধারাবা্হিক ভাবে প্রভাত সংঘ যে খেলার আয়োজন করে আসছে তা প্রশংশনীয় এবং আজকের সমাজজীবনে গুরুততপূর্ণ ও অপরিহার্য । তিনি আরো বলেন যে " আন্তরিক ভাবে প্রভাত সংঘের এই উদ‍্যোগের সাথে আমি ছিলাম,আছি ,থাকব।" সাধন বাবু বলেন যে প্রভাত সংঘ মাঠের একটা আলাদা ঐতিহ‍্য আছে কারণ এখানে খেলেই একদিন ময়দানের বড় ক্লাবে খেলতে গিয়েছিলেন এখানকারি ভূমিপুএ' শেফিল্ল্ড এর ছুরির মত বাম পা' বলে খ‍্যাত কৃশানু দে। উপস্থিত সকলকে ধন‍্যবাদ জানিয়ে প্রভাত সংঘের সেক্রেটারি আশিষ ঘোষ জানান, ফাইনালের বিজয়ী দল পাবে কৃশানু দে ও দিগেন্দ্র নাথ দত্ত চ‍্যালেনজ্ কাপ। এছাড়াও ফাইনাল ও পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড়দের জন‍্য আলাদা পুরসস্কার থাকছে। ক্লাব সূএ খবর যে আগামী ৩১ শে মার্চ হবে ফাইনাল ম‍্যাচ।

No comments