Latest Breaking

এক হতে পারে তিন টিটি সংস্থা

 
দেবাঞ্জন দাস, কলকাতা: টেবিল টেনিস খেলা, মান্যতা সহ বহু সমস্যা চলছে বহু দিন ধরে। আর এই সমস্যা সমাধানের জন্য এবং টেবিল টেনিস খেলার প্রতি কচিকাচাদের আগ্রহ বাড়াতে আগামী মার্চ এপ্রিল নাগাদ একসাথে জুড়ে জেতে পারে নর্থ বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। এ ব্যাপারে কিছুটা হলেও সবুজ সংকেত পাওয়া গেল। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস আয়সসিয়েশানের অন্যতম সম্পাদক শর্মি সেনগুপ্ত।
আগামী দিনের বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি বলেন," প্রত্যেকটি জেলা থেকে আমরা নতুন প্রতিভাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে সবজেলার খেলোয়াড়েরা যাতে সমান সুযোগ পান সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে স্কুল শিক্ষার ক্ষেত্রে যাতে টেবিল টেনিসকে নজর দেওয়া হয় সেই বিষয়টির জন্য বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষিকা সাথে কথা বলবো আমরা। আঞ্চলিক ক্লাবগুলিকেও আমাদের সাথে সাথে যুক্ত হয়ে টেবিল টেনিসের প্রসারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি" । তিনি আরও জানান, আই পি এলে মতন টেবিল টেনিস লিগও যাতে আমরা শুরু করতে পারি সে বিষয়ে আলোচনা করা হচ্ছে । বিগত দিনে খেলো ইন্ডিয়া তে বাংলা দলের প্রদর্শনের প্রশংসা করেন তিনি । বিভিন্ন ক্লাব, স্কুল যাতে ভর্তুকিতে খেলার বোর্ড পান সেবিষয়টিও তারা নজর দেবেন বলে জানিয়েছেন ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ময়ান্ক জালান, সহ সম্পাদক অনির্বান ঘোষ দস্তিদার, উপ সভাপতি তপন চন্দ্র ,কোষাধ্যক্ষ সব্যসাচী ত্রিপাঠী প্রমুখ ।

No comments