Latest Breaking

সরকারি পরীক্ষায় বাংলার ভূমিপুত্রদের জন্য আসন সংরক্ষণের দাবী


মৌসুমী মুখার্জী, হাওড়া : বিভিন্ন সরকারি পরীক্ষায় বাংলার ভূমি পুত্র দের জন্য আসন সংরক্ষণ এর দাবীতি পদযাত্রায় সামিল হল একটি সেচ্ছাসেবী সংগঠন। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে হাওড়ার সালকিয়া সন্মিলন পার্কের এর সামনে বাংলা ভাষা একতা মঞ্চের  উদ্যোগে একটি সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
 প্রথমে মোমবাতি জ্বালিয়ে ভাষা আন্দোলনের শহীদদের  উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। তার পর ১৪ ফেব্রুয়ারি  যে  সৈনিকরা পুল ওয়ামা তে নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার পর পর বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী চিরঞ্জীব দাস, বিশিষ্ট সাংবাদিক অঞ্জনা দে, সমিতির সম্পাদিকা কাকলী রায়, সমাজসেবক সুদেব বিশ্বাস প্রমুখ।



এরপর বিভিন্ন সরকারি পরীক্ষায় বাংলার ভূমি পুত্র দের জন্য সংরক্ষণ এর দাবীতে মিছিল হয়।  সন্মিলন পার্ক থেকে চৌরাস্তা , বাবুডাঙা মাঠ অতিক্রম করে ফুলতলা ঘাটে এসে মিছিল শেষ হয়।

No comments