Latest Breaking

সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হস্তশিল্প মেলা


রত্না মিত্র গুপ্ত, কলকাতা : " বেলেঘাটা তরুণের আসর" পরিচালিত সপ্তাহব‍্যপী অভিনব হস্তশিল্প মেলা ৩৫ নং ওয়ার্ডের মানুষের কাছে খুবই জনপ্রিয় । প্রান্তিক শিল্পীদের জনসমক্ষে তুলে ধরার প্রয়াস কেবলমাত্র সংস্থার সামাজিক দায়বদ্ধতা নয়, এই মেলাটির মাধ্যমে এলাকার মানুষ বিশেষত শিশুদের বিভিন্ন জীবিকা সম্পর্কে সচেতন করে তোলাই সংস্থার অন‍্যতম মূখ‍্য উদ্দেশ্য ।
এই মেলায় অংশগ্রহণকারী প্রত‍্যেক শিল্পীদল কেবলমাত্র কাঁচামালসহ উপস্থিত হয়ে থাকেন। যাতায়াত , থাকাখাওয়া এবং আলো,জল, বিদ্যুৎ সহ স্টল সবই ব‍্যয় বহন করে ৫৫ জন সদস‍্যের আন্তরিক প্রয়াসে সমৃদ্ধ " বেলেঘাটা তরুণের আসর "
এই মেলায় এইবছরে (২০১৯) হাজির ছিলেন  শবর শিল্পী, গালা শিল্পী, কাঁচ শিল্পী, পট শিল্পী, অঙ্কন শিল্পী সহ গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের দল যারা ঢেঁকি পেষা চালে পিঠে পুলি তৈরি করতে পটু । এছাড়া উপস্থিত ছিলেন হরবোলা এবং বহুরূপী । এই মেলায় শিল্পীর সামনে হাজির থেকে নিজ রুচি মতো শিল্পকর্মের বন্দোবস্ত করা যায়। তাই নিজের পছন্দের পিঠে, মাছের পদ, শাড়ি-  জামায় ছবি ও লেখা , হাতের চুড়ি, বেতের ও ঘাসের আসবাবপত্র , ঝুড়ি, তারের খেলনা, মুখোস  ..... অর্ডার করা যায় ও তৈরি করে নেওয়া যায়।
এই মেলা এলাকায় ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠেছে অভিনবত্বের কারনে। সদস্য শ্রী মনোতোষ সরকার জানান যে আগামী বছর (২০২০) এ শিল্পী সহ হস্তচালিত তাঁত এলাকার মানুষের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে " বেলেঘাটা তরুণের আসর "

No comments